চলে গেলেন বিনোদ খান্না, বলিউডে শুটিং বাতিল
দীর্ঘদিন রোগ ভোগের পর চলে গেলেন প্রখ্যাত ভারতীয় অভিনেতা বিনোদ খান্না। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ক্যান্সার ছাড়াও বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন সত্তরের দশকের জনপ্রিয় এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের গিরগাঁওয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বর্ষীয়ান এই অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিনোদ খান্নার মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া পড়েছে। সেখানে সব ফ্লোরের শুটিং বাতিল করা হয়েছে।
শুধু তাই নয়, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানাভাবে শোকগাথা তুলে ধরছেন।
“অমর আকবর অ্যান্থনি”, “কুরবানি”, “মেরে আপনে”, “মেরে গাঁও”, “কুদরত”, “ইনসাফ”, “দয়াবান” এবং “রাজপুত” ছবিসহ তাঁর অভিনীত ১৪১টি ছবি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে জায়গা করে নিয়েছে। এর মধ্যে শতাধিক ছবি দর্শকনন্দিত। সর্বশেষ, ২০১৩ সালে অভিনয় করেন বিনোদ খান্না।
তাঁর অভিনয় জীবনের শুরু হয়েছিল ১৯৬৮ সালে খলনায়কের চরিত্র দিয়ে। ছবির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। যদিও পরবর্তীতে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং প্রায় দুই দশক জনপ্রিয়তার শীর্ষে নিজেকে ধরে রাখেন।
বলিউডের বর্তমান দুই তারকা রাহুল খান্না এবং অক্ষয় খান্না তাঁর ছেলে।
অভিনয় ছাড়াও রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন বিনোদ। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র একজন নির্বাচিত সংসদ সদস্য।
Comments