‘কপিল দেব’ হবেন রণবীর সিং
ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসটি এবার স্মরণ করিয়ে দিতে চান বলিউড তারকা রণবীর সিং। নতুন স্পোর্টস ফিল্ম “১৯৮৩”-তে সেই গৌরব রণবীরের মাধ্যমেই বড় পর্দায় তুলে ধরা সম্ভব বলে মনে করেন ছবিটির পরিচালক কবির খান।
প্রথমে ধারনা করা হচ্ছিল যে অর্জুন কাপুরকে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের এই মহানায়কের চরিত্রে। কিন্তু, পরিচালকের পছন্দ রণবীর।
গণমাধ্যমকে কবির বলেন, “ছোটবেলায় যখন ক্রিকেট বিশ্বকাপে ভারতকে জিততে দেখলাম, তখন আমার কোন ধারনাই ছিলো না যে এরপর থেকে ভারতের ক্রিকেট এতোটাই বদলে যাবে। পরিচালক হিসেবে আমি ক্রিকেট দলের সেই তরুণ খেলোয়াড়দের তুলে ধরতে চাই।”
তাঁর মতে, রণবীর যদি কপিল দেবের চরিত্রে অভিনয় করেন তাহলে বিজয়ের সেই স্বাদ পাওয়া যাবে। “সত্য বলতে কী, আমি রণবীর ছাড়া আর কাউকেই দেখছি না এই চরিত্রে অভিনয় করার মতো,” যোগ করেন “বজরঙ্গী ভাইজান”-খ্যাত পরিচালক কবির খান।
“১৯৮৩” ছবিটির চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি সংবাদমাধ্যমকে জানান।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Comments