উচ্চ মাধ্যমিক পাশ দীপিকা পাড়ুকোন!
এ যুগে সফলতার পেছনে একজন মানুষের শিক্ষাগত যোগ্যতাকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। তবে, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সফলতার সোনালী সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে পড়ালেখার প্রতি বেশি মনোযোগ দিতে পারেননি এই অভিনেত্রী।
সম্প্রতি মুম্বাইয়ে প্রথিতযশা অভিনেত্রী হেমা মালিনীর জীবনীগ্রন্থ “বিয়ন্ড দ্য ড্রিম গার্ল”-এর প্রকাশনা উৎসবে এসে দীপিকা তাঁর উচ্চ মাধ্যমিক পাশের খবর জানান।
“পিকু”-খ্যাত দীপিকা বলেন, “আমার কলেজে যাওয়া হয়নি। আমি কোন মতে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পর্যন্ত পড়েছি। কেননা, সেসময়ই মডেল হিসেবে আমি বেশ খ্যাতি পেয়ে যাই।”
সেসময় বেঙ্গালুরুতে থাকা দীপিকাকে মডেলিংয়ের কাজে নিয়মিত মুম্বাই ও দিল্লি দৌড়াতে হতো সে কথা উল্লেখ করে তিনি বলেন, “আর সে কারণেই পড়ালেখা চালিয়ে যেতে পারিনি।”
বলিউডের এই অন্যতম শীর্ষ অভিনেত্রী জানান, উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি একটি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু, তা শেষ করতে না পারায় পরে দূর-শিক্ষণের ব্যবস্থা করেছিলেন। তবে সেটিও শেষ করতে পারেননি তিনি।
“আমি ডিগ্রি পাশ করতে পারিনি বলে মা-বাবা আমার পড়ালেখা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। আর সব রক্ষণশীল ভারতীয়দের মতোও তাঁরা চাইতেন আমি অন্তত ডিগ্রি পাশ করে তারপর কাজ করি,” মন্তব্য বলিউডের এই জুলিয়েটের।
অবশেষে, অভিনয়ে মেয়ের সাফল্যে মুগ্ধ হয়ে পড়ালেখার জন্যে চাপ দেওয়া ছেড়ে দেন দীপিকার মা-বাবা।
তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা
আরও পড়ুন:
Comments