অভিনয়ে নয়, মেয়েকে বিয়ের পিঁড়িতে দেখতে চান শ্রীদেবী

sridevi-jhanvi
মা শ্রীদেবীর পাশে জাহ্নবী কাপুর (ডানে)। ছবি: এনডিটিভি

বলিউডের আকাশে যেসব নক্ষত্র এখনো স্বমহিমায় প্রোজ্জ্বল, শ্রীদেবী তাঁদের অন্যতম। পুরো পঞ্চাশটি বছর তিনি কাটিয়ে দিলেন অভিনয়ের জগতে। প্রায় ৩০০ ছবিতে রয়েছে তাঁর সরব উপস্থিতি। এখন তিনি দুই কন্যা – জাহ্নবী ও খুশি কাপুরের জননী।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের মেয়েদের নিয়ে তাঁর ভাবনার কথা বলেছেন সত্তর দশকের “জুলি”। বলিউডে নতুন মুখের আগমন নিয়ে বেশ জল্পনা চলছে এ বছরের শুরু থেকেই। এই তালিকায় রয়েছে জাহ্নবী কাপুরের নাম।

তারকাদের সন্তানেরা সহজেই পা বাড়াতে পারেন বলিউডের পথে। ইতিহাস তাই বলে। তবে, “পদ্মশ্রী”-খেতাব প্রাপ্ত শ্রীদেবীর ইচ্ছা ভিন্ন।

ললিতা-খ্যাত এই অভিনেত্রীর ভাষায়, “সিনেমা জগতটা খারাপ তা আমি বলছি না। তবে একজন মা হিসেবে আমি আমার মেয়েকে অভিনয়ে নয়, বরং বিয়ের পিঁড়িতেই দেখতে চাই।”

“তবে, মেয়ে জাহ্নবীর ইচ্ছার ওপর সবকিছুই ছেড়ে দিতে হবে। যদি সে অভিনয়ে ভালো করে তাহলে আমি অবশ্যই তাঁর জন্যে গর্বিত হবো,” মন্তব্য পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শ্রীদেবীর।

উল্লেখ্য, বর্তমানে শ্রীদেবী ব্যস্ত রয়েছেন তাঁর “মাম” ছবিটির প্রচারণার কাজে। এটি ৭ জুলাই মুক্তি পাবে। অন্যদিকে, করন জোহরের “স্টুডেন্ট অব দ্য ইয়ার টু”-তে জাহ্নবীর অভিনয় করার সম্ভাবনার খবর ভারতীয় সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Corruption still a significant obstacle to doing business in Bangladesh: CPD 

Around 17% of businesses identified corruption as biggest challenge, according to a CPD survey 

1h ago