ফেলুদা হয়ে বাংলাদেশে পরমব্রত

Parambrata Chatterjee
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ফেলুদা এবার বাংলাদেশে! সত্যিই তাই। তবে সত্যজিৎ রায়ের সৌমিত্র চট্টোপাধ্যায়, শশী কাপুর কিংবা সন্দীপ রায়ের সব্যসাচী চক্রবর্তীর মুখ নিয়ে নয়; বাংলাদেশে ফেলুদা হয়ে আসছেন গঙ্গা-পদ্মা পাড়ের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

বাংলাদেশের ছোট পর্দার দর্শকদের সামনে ফেলুদা হয়ে হাজির হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পরমব্রত। বললেন, “ফেলুদা যে কোনও বাঙালির কাছে স্বপ্নের চরিত্র। আমার কাছেও তাই। বাংলাদেশের দর্শকদের সামনে ফেলুদা হয়ে যেতে পারছি, এটাই ভীষণভাবেই আমাকে নাড়া দিচ্ছে।”

সত্যজিৎ রায়ের সৃষ্টি ফেলুদা সিরিজের স্বত্বাধিকার তাঁর পুত্র সন্দীপ রায়। সম্প্রতি বাংলাদেশের টেলিভিশন দশর্কদের জন্য ফেলুদা গল্পের মেগাসিরিজ তৈরির জন্য সন্দীপ রায় ফেলুদা গল্পের স্বত্ব দিয়েছেন। বাংলাদেশের শাহরিয়ার শাকিল সেই গল্প নিয়ে তৈরি করবে “বাংলাদেশে ফেলুদা”। সেখানেই ফেলুদা চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

বাংলাদেশে ফেলুদার ধারাবাহিকটি প্রযোজনা করছে বাংলাদেশের ক্যান্ডি প্রোডাকসন্স লিমিটেডের জিয়া উদ্দিন আদিল ও শাহরিয়ার শাকিল এবং সংস্থার ক্রিয়েটিভ হেড গাউসুল আলম শাওন। ফেলুদার গল্পগুলো নিয়ে চিত্রনাট্য তৈরি করবেন কলকাতার পদ্মনাভ দাশগুপ্ত এবং গাউসুল আলম শাওন।

ধারাবাহিকটি তৈরির সময় সত্যজিৎ পুত্র বাংলাদেশে যেতে পারেন বলে সন্দীপ রায় নিজেই আভাস দিয়েছেন কলকাতার গণমাধ্যমকে। তবে তিনি এও বলেছেন, কবে যাচ্ছেন সেটি এখনও ঠিক হয়নি।

“ঘুরঘুটিয়ার ঘটনা” এবং “শেয়াল দেবতা রহস্য” এই দুটি গল্পের নতুন চিত্রনাট্যের শুটিং খুব শিগগিরই শুরু হবে বলেও জানা গেছে।

পরমব্রত চট্টোপাধ্যায় ফেলুদার চরিত্রে অভিনয় করতে সম্মত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বাংলাদেশের ক্যান্ডি প্রোডাকসন্স।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

8h ago