জাতীয় শোক দিবসে বিটিভি, বেতারে অসীম সাহার শোকগান

Asim Saha
কবি অসীম সাহা। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কবি অসীম সাহা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের জন্যে রচনা করেছেন দুটি শোকগান।

অসীম সাহার সুরে “কাঁদো বাঙালি কাঁদো” এবং “বঙ্গবন্ধু জাতির পিতা” গান দুটিতে কণ্ঠ দিয়েছেন দেশখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম। যন্ত্রানুসঙ্গ পরিচালনা করেছেন গরিব বিজু।

গান দুটি বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমে প্রচারিত হবে ১৫ আগস্ট রাত ৭টা ৪৫ মিনিট এবং রাত ১টায়। “কাঁদো বাঙালি কাঁদো” গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ১৫ আগস্ট রাতে।

উল্লেখ্য, উনিশশো ষাটের দশকের বিশিষ্ট কবি অসীম সাহা এর আগেও অনেক বাউল গান রচনা ও সুরারোপ করেছেন, যা বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে মাসুদ পথিক পরিচালিত “নেকাব্বরের মহাপ্রয়াণ” চলচ্চিত্রে তিনি গীতিকার, সুরকার এবং অভিনেতা হিসেবেও কাজ করেছেন।

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

3h ago