জন্মদিনে কোন শুটিং রাখেননি জাহিদ হাসান

zahid hasan
অভিনেতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

জন্মদিনে আজ (৪ অক্টোবর) কোন শুটিং রাখেননি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সারাদিন বাসায় থেকে পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

জাহিদ হাসান মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “জন্মদিন এলে মনে হয় আরও একটি বছর চলে গেলো। তবে ভালো লাগে যে পরিচিতি-অপরিচিত অনেক মানুষের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসা পাই এই দিনে।”

“একজন সাধারণ মানুষ হয়ে দেশের এতো এতো মানুষের ভালোবাসা পাই, এটিই জীবনের পরম পাওয়া,” যোগ করেন এই স্বনামধন্য অভিনয়শিল্পী।

জাহিদ হাসানের জন্ম সিরাজগঞ্জ শহরে। তিনি ১৯৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করে যাচ্ছেন। অভিনয় জীবনের প্রথম থেকেই তিনি ভিন্নধর্মী নাটক ও চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও সুনাম অর্জন করেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত “শ্রাবণ মেঘের দিন”, মোস্তফা সরয়ার ফারুকীর “মেড ইন বাংলাদেশ” এবং মোস্তফা কামাল রাজের “প্রজাপতি” তাঁর অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতি পেয়েছেন জাহিদ হাসান। তাঁর পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে “লাল নীল বেগুনী” এবং “টোটো কোম্পানি”।

Comments

The Daily Star  | English

2 sections of quick rental law unconstitutional: HC

The High Court also directed the government to make all the power plants fully operational

34m ago