ঈদে ঘরে বসেই দেখা যাবে ৬ নতুন সিনেমা
আসছে ঈদে ছয়টি ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আই-এ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলোর মধ্যে রয়েছে “ড্রেসিং টেবিল”, “ভালোবাসা এমনই হয়”, “অস্তিত্ব”, “রান আউট”, “মেন্টাল” এবং “সম্রাট”।
ঈদের দিন দুপুর আড়াইটায় প্রচারিত হবে “ড্রেসিং টেবিল”। আবু সাইয়ীদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, নাদীয়া নদী, আরমান পারভেজ, তারিন রহমান ও তাসকিন সুমী।
ঈদের দ্বিতীয় দিন সকাল সোয়া ১০টায় প্রচারিত হবে “ভালোবাসা এমনই হয়”। তানিয়া আহমেদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সাজ্জাদ, তানজিকা, মিশু সাব্বির, বিদ্যা সিনহা মীম ও তারিক আনাম খান।
ঈদের তৃতীয় দিন সকাল সোয়া ১০টায় রয়েছে “অস্তিত্ব”-এর প্রিমিয়ার। আরেফিন শুভ, নুশরাত ইমরোজ তিশা, সুচরিতা ও সুব্রত অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
“রান আউট” ছবিটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল সোয়া ১০টায়। তন্ময় তানসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, ওমর সানী প্রমুখ।
ঈদের পঞ্চম দিন সকাল সোয়া ১০টায় প্রচার করা হবে “মেন্টাল”। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি এবং এতে অভিনয় করেছেন শাকিব খান, নুশরাত ইমরোজ তিশা ও পড়শী।
শাকিব খান এবং অপু বিশ্বাস অভিনীত “সম্রাট” সিনেমাটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন সকাল সোয়া ১০টায়। ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
চ্যানেল আই-এর কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানান, আসছে ঈদে চ্যানেলটির ছয় কোটি দর্শক ঘরে বসেই দেখতে পাবেন এবারের ছয়টি নতুন ছবি।
Comments