‘আনন্দমেলা’ উপস্থাপনায় রিয়াজ ও স্পর্শিয়া

রিয়াজ ও অর্চিতা স্পর্শিয়া।

প্রতি ঈদের মতো আসন্ন ঈদুল আজহায় বিটিভিতে প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবার অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

বিটিভির পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াজ ডেইলি স্টারকে বলেন, ‘উপস্থাপনা করার বিষয়ে বিটিভি থেকে প্রস্তাব পেয়েছি। আমার নিজেরও অনেক পছন্দের অনুষ্ঠান “আনন্দমেলা”। তাই এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি। শিগগিরই অনুষ্ঠানটির শুটিং শুরু হবে। আমার সঙ্গে উপস্থাপনায় থাকবেন অভিনেত্রী স্পর্শিয়া।’

স্পর্শিয়া ডেইলি স্টারকে বলেন, ‘আমি প্রথমবার “আনন্দমেলায়” উপস্থাপনা করতে যাচ্ছি। আনন্দমেলার মতো একটি জনপ্রিয় অনুষ্ঠানে রিয়াজ ভাইয়ের সঙ্গে উপস্থাপনা করবো— বিষয়টি অন্যরকম এক অনুভূতির। তার সঙ্গে আগে নাটকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। দারুণ একজন মানুষ তিনি। আশা করি, উপস্থাপনাতে তার সঙ্গে দারুণ কিছু অভিজ্ঞতা হবে।’

আগামী ৪ জুলাই থেকে বিটিভির অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে “আনন্দ মেলা”র শুটিং হবে। অনুষ্ঠানটির প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।

গত ঈদে “আনন্দমেলা” উপস্থাপনা করেছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago