এমআই সিক্স-এর সেটে আহত টম ক্রুজ

tom cruise
“মিশন ইম্পসিবল সিক্স”-এর সেটে অভিনেতা টম ক্রুজ। ছবি: সংগৃহীত

এক দালান থেকে আরেক দালানে লাফ দিতে গিয়ে ব্যথা পেলেন “মিশন ইম্পসিবল” এর নায়ক টম ক্রুজ। এই অ্যাকশন-থ্রিলার ছবির নতুন “মিশন ইম্পসিবল সিক্স” পর্বে অভিনয় করার সময় আহত হোন তিনি।

বিনোদন ম্যাগাজিন টিএমজেড-এর হাতে আসা একটি ভিডিও টেপে দেখা যায় লন্ডনে ছবিটির শুটিং সেটে একটি বড় দালান থেকে আরেকটি বড় দালানে লাফ দেওয়ার সময় দালানের দেয়ালে গিয়ে পড়ে পায়ে আঘাত পান টম।

ম্যাগাজিনটিতে বলা হয়, ক্লান্ত টম ব্যর্থ হলেন। তাঁর আঘাত পাওয়ার তারিখ উল্লেখ না করে সংবাদমাধ্যমটি জানায়, প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিলো তার চেয়েও বেশি ব্যথা পেয়েছেন এই নায়ক।

অপর একটি বিনোদন ম্যাগাজিন দ্য হলিউড রিপোর্টার এর পক্ষ থেকে টম ক্রুজের প্রতিনিধি ও ছবিটির প্রযোজনা সংস্থা প্যারামাউন্টের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোন সদুত্তর মেলেনি।

ভক্তরা ভালো করেই জানেন মিশন ইম্পসিবল সিরিজের ছবিগুলোতে টম তাঁর নিজের স্টান্টগুলো নিজেই করতে পছন্দ করেন। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে কঠিন কাজগুলো করতে পিছপা হোন না তিনি।

উল্লেখ্য, পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি আগামী বছর ২৭ জুলাই এমআই সিরিজের ষষ্ঠ পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ঘোষণা দিয়েছেন। ছবিটিতে আরও অভিনয় করছেন হেনরি জাভিল, রেবেকা ফার্গুসন, অ্যাঞ্জেলা বাসেট এবং অ্যালেক বাল্ডউইন।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

16m ago