টোকিওতে বিজয় দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

টোকিওর বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের ৫৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশ দূতাবাস টোকিওতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

দুটি পর্বে ভাগ করে অনুষ্ঠানসূচির প্রথম পর্বে শুধুমাত্র দূতাবাস কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন জাপানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর দূতাবাস মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

আলোচনা পর্বে রাষ্ট্রদূত মো. দাউদ আলী মুক্তিযুদ্ধের সব শহীদ ও সম্ভ্রম হারানো বিরঙ্গনা মা-বোন এবং জাপানসহ মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সব বন্ধু রাষ্ট্র ও বিদেশি বন্ধুদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জাপান প্রবাসীসহ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান বিজয় দিবস উপলক্ষে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও জাপান রেডক্রস সোসাইটির যৌথ উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে জাপানের প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after several years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago