সিডনিতে ইসরায়েলি জাহাজ আসায় ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

সিডনিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
সিডনিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের একাংশ। ছবি: সংগৃহীত

সিডনির পোর্ট বোটানিতে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর জন্য অস্ত্র বহনকারী ইসরায়েলি জাহাজ আসার প্রতিবাদ করেছেন ফিলিস্তিনপন্থিরা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

গত রোববার সন্ধ্যায় শতাধিক প্রতিবাদকারী ইসরায়েলভিত্তিক জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানের গ্যাগনেস কন্টেইনার জাহাজ আসার প্রতিবাদ জানাতে বন্দরের কাছে জড়ো হন।

প্রতিবাদে নেতৃত্ব দেয় অস্ট্রেলিয়ান মেরিটাইম ইউনিয়ন ও প্যালেস্টাইন জাস্টিস মুভমেন্ট।

বিক্ষোভকারীরা বন্দর এলাকার রাস্তা বন্ধ করে মিছিল করেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশের অভিযোগ, রাস্তা ও বন্দরে প্রবেশের পথ অবরুদ্ধ করায় বিক্ষোভকারীদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে যে গ্রেপ্তারকৃতদের মধ্যে অস্ট্রেলিয়ান মেরিটাইম ইউনিয়নের সিডনি শাখার সেক্রেটারি পল কিটিং আছেন। গ্রেপ্তারের আগে পল কিটিং গণমাধ্যমকে বলেন, 'আমি অস্ট্রেলিয়ার প্রতিটি ইউনিয়ন নেতাকে বলছি, এখন রুখে দাঁড়ানোর সময়, এখন লড়াই করার সময়।'

'এই গণহত্যা, এই বর্বরতা, মানুষ হিসেবে, অস্ট্রেলিয়ান হিসেবে আর সহ্য করতে পারছি না,' যোগ করেন তিনি।

বিক্ষোভে যোগ দেওয়া ফেডারেল গ্রিনসের সিনেটর ও ডেপুটি লিডার মেহরীন ফারুকি গণমাধ্যমকে বলেন, 'ইসরায়েলের যেকোনো প্রতিষ্ঠানকে অস্ট্রেলিয়ায় অনুমতি দেওয়া উচিত নয়।'

বিক্ষোভকারীরা অস্ট্রেলিয়া সরকারকে বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

গত বছরের শেষের দিকে, মালয়েশিয়া গাজা যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বৃহত্তম শিপিং প্রতিষ্ঠান জিমকে তাদের বন্দরে নিষিদ্ধ করেছিল।

গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজারেরও বেশি।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Mob vandalising Bangabandhu's Dhanmondi-32 residence

A mob stormed and vandalised the Dhanmondi-32 residence of Bangabandhu Sheikh Mujibur Rahman tonight following social media announcements of a "Bulldozer Procession" to get rid of the "pilgrimage site of fascism"

26m ago