অস্ট্রেলিয়ায় পুলিশের গুলিতে নিহত দুই বন্ধুর মরদেহ উদ্ধার

অভিযুক্ত পুলিশ অফিসার ল্যামারে কন্ডন এবং নিহত জেসি বেয়ার্ড ও লুক ডেভিস। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় দুই বন্ধু জেসি বেয়ার্ড ও লুক ডেভিসের হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ পর আজ মঙ্গলবার তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

চ্যানেল টেন তারকা জেসি বেয়ার্ড ও তার বন্ধু লুক ডেভিসকে পুলিশ অফিসার ল্যামারে কন্ডন সার্ভিস পিস্তল দিয়ে গত সপ্তাহে হত্যা করেন এবং হত্যার পরই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। 

শুক্রবার বিকেলে তাকে ওয়েভারলি স্থানীয় আদালতে উপস্থিত করা হয় এবং তার বিরুদ্ধে হত্যার দুটি অভিযোগ আনা হয়।

গত এক সপ্তাহ ধরে গোয়েন্দারা অভিযুক্ত হত্যাকারীকে অনেকবার জিজ্ঞাসাবাদ করেও মরদেহ উদ্ধার করতে পারেনি। 

অবশেষে অভিযুক্ত হত্যাকারী পুলিশ অফিসার লামারে কন্ডন গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করেছেন। স্থানীয় সময় সকাল ১১টায় সিলভারওয়াটার জেলে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মরদেহের অবস্থান সম্পর্কে তথ্য দেন তিনি । 

গোয়েন্দারা আজ স্থানীয় সময় বিকেল ৪টায় বুঙ্গোনিয়ার একটি গ্রামে বেয়ার্ড ও ডেভিসের মরদেহ খুঁজে পায়।

গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ড্যানি ডোহার্টি গণমাধ্যমকে বলেন, গোয়েন্দারা সিলভারওয়াটার জেলে গিয়েছিলেন এবং অভিযুক্তের সঙ্গে কথা বলেন। এর ফলে তিনি তদন্তে সহায়তা করেন, লুক ও জেসির মরদেহের অবস্থান জানান।

তিনি আরও বলেন, শুক্রবার হত্যাকাণ্ডের জন্য ল্যামারে কন্ডনকে গ্রেপ্তার ও অভিযুক্ত করার পর মরদেহের সন্ধানে গোয়েন্দাদের  সহায়তা করতে অস্বীকার করেছিলেন তিনি।

সহকারী পুলিশ কমিশনার মাইকেল ফিটজেরাল্ড বলেছেন, 'তার সঙ্গে অনেকবার সাক্ষাৎ করা হয়। কিন্তু এই প্রথম তিনি স্বেচ্ছায় আমাদের তথ্য জানিয়েছেন।'

পুলিশ জানায়, বুঙ্গোনিয়ার একটি জমিতে দুটি ব্যাগে মরদেহ পাওয়া যায়।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু সেখানে পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

38m ago