কুয়েতে খণ্ডকালীন কাজের অনুমতি পাচ্ছেন বেসরকারি কর্মীরা
কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের জন্য খণ্ডকালীন কাজের অনুমোদন দিতে যাচ্ছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকে।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা সর্বোচ্চ ৪ ঘণ্টা কাজ করতে পারবেন, যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে খণ্ডকালীন কাজের অনুমতি পান। তবে এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলা করতে এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণ করতে এই উদ্যোগ নিয়েছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ।
তবে এই সুবিধা ঠিক কারা পাবে সেটা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। প্রবাসীরা মনে করছেন, তারাও এর অন্তর্ভুক্ত হতে পারেন।
উল্লেখ্য, কুয়েতে পার্টটাইম কাজ শ্রম আইনের লঙ্ঘন। করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতিনিয়ত আটক হচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন জায়গায় অভিযানে একদিন আগেও গ্রেপ্তার হয়েছেন ৫৭৫ জন প্রবাসী।
Comments