দুবাইয়ে দুই দিনব্যাপী নিহারিকা মমতাজের জুয়েলারি প্রদর্শনী

নিহারিকা মমতাজের জুয়েলারি প্রদর্শনী। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়া বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার ও জুয়েলারি শিল্পী নিহারিকা মমতাজের ব্যতিক্রমী জুয়েলারি পণ্য প্রদর্শিত হয়েছে দুবাইয়ে।

তার জুয়েলারি ব্র্যান্ড 'নাইনটিন সেভেনটি টু'র সম্প্রতি তৈরি শিল্পকর্ম নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

৩ নভেম্বর শিল্প দুবাইয়ের একটি হেরিটেজে দুদিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের নানা দেশের মডেল, চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনাররা প্রদর্শনীটি উপভোগ করেছেন।

প্রদর্শনী বিষয়ে নিহারিকা মমতাজ বলেন, 'এখানে জুয়েলারিগুলোতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে দুবাইয়ের ঐতিহাসিক স্থাপনার মধ্যে বিভিন্ন মসজিদ, ঐতিহাসিক নিদর্শন, বাসভবনের দরজা-জানালার ডিজাইন জুয়েলারির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি৷ বাংলাদেশেরও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছোট ছোট ডিজাইন জুয়েলারিতে স্থান দিয়েছি।'

তিনি আরও বলেন, 'এসব জুয়েলারি অনলাইনেই বিক্রি হয়৷ সর্বনিম্ন মূল্য ৩০০ ডলার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত।'

রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, 'নিহারিকা মমতাজ বাংলাদেশের গর্ব৷ তিনি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শিল্পের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন৷ তার সফলতা অন্যান্য নারীদেরও উদ্বুদ্ধ করবে।'

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago