লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার নাসরিন মুক্তি মারা গেছেন

নাসরিন মুক্তি। ছবি: সংগৃহীত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (পলিটিকাল) নাসরিন মুক্তি মারা গেছেন।

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়েছে, মৃত্যুকালে নাসরিনের বয়স হয়েছিল ৪৯ বছর। স্বামী ও এক শিশুকন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

লন্ডন হাইকমিশনে যোগ দেওয়ার আগে নাসরিন বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

Comments