পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নিহত শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১)। ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন পর্তুগিজ নাগরিক।

গতকাল শনিবার রাতে দেশটির সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাংলাদেশি কর্মী শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১) মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় ১ পর্তুগিজ নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিসবনে পাঠানো হয়েছে। আহত অন্য ২ পর্তুগিজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত বাংলাদেশি শাহিনুর রহমানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড গ্রামে এবং ইব্রাহিম আখন্দ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।

তারা দুজনেই ওই শহরের পর্তুগিজ মালিকাধীন ওয়ার্কশপের কর্মী ছিলেন। মাত্র ৪ দিন আগে তারা নতুন এ প্রতিষ্ঠানে যোগ দেয়।

দুই বাংলাদেশির মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির নেতারা যোগাযোগ করছে।

লেখক: পর্তুগালপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক

Comments