পর্তুগালের পোর্তোয় স্থায়ী শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ
পর্তুগালের বাণিজ্যিক ও পর্যটন নগরী পোর্তোতে ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্থায়ী শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দুপুরের পর পোর্তো ক্যাথেড্রালের কাছে অবস্থিত শহীদ মিনারের একাংশ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বাংলাদেশ কমিউনিটির নেতারা ঘটনাস্থলে যান।
বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি ও শহীদ মিনার স্থাপনের অন্যতম উদ্যোক্তা শাহ আলম কাজল বলেন, 'এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ধরনের হামলা কমিউনিটির সবাইকে ব্যথিত করেছে।'
কাজল জানান, গত মঙ্গলবার রাজধানী লিসবনে আফগান নাগরিকের ছুরিকাঘাতে জোড়া খুনের ঘটনা ঘটে। পোর্তোর শহীদ মিনার ভাঙচুরের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কিনা পুলিশকে তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
২০১৬ সালের ২০ ডিসেম্বর শহীদ মিনারটি উদ্বোধন করা। তখন থেকে ২১ ফেব্রুয়ারিসহ বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়।
লেখক: পর্তুগালপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক
Comments