বাংলাদেশি কর্মীকে মারধর, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

কুয়েতে একজন প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। 
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

কুয়েতে একজন প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন (৪১) নামে ওই বাংলাদেশি কর্মীকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

মো. জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।  

জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, টানা ৩দিন গাড়ি না ধোয়ায় বাংলাদেশি কর্মী জামাল উদ্দিনকে তিনি মারধর করেন। 

আশঙ্কাজনক অবস্থায় জামালকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্থানীয় আদান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

গত ১১ জানুয়ারি এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুয়েতের বাংলাদেশি কমিউনিটির সংগঠকরা। 

জামালের সহকর্মী ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিউনের পুরান বাক্তার চরের মোহাম্মদ কাদেরের ছেলে জামালউদ্দিন। তিনি প্রায় ২০ বছর ধরে কুয়েতে থাকেন। 

ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। 

ঘটনাটি কুয়েতের সবগুলো গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা চলছে।

 

লেখক: কুয়েতপ্রবাসী সাংবাদিক

 

Comments

The Daily Star  | English

Bangladeshi students terrified over attack on foreigners in Kyrgyzstan

Mobs attacked medical students, including Bangladeshis and Indians, in Kyrgyzstani capital Bishkek on Friday and now they are staying indoors fearing further attacks

2h ago