এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তিতে আসবেন নিউইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি

নিউইয়র্ক সিটির মেয়র অফিসে বাংলাদেশি প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে আগামী মার্চ মাসে। এতে বাণিজ্যিকভাবে অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি।

গত ৬ জানুয়ারি এফবিসিসিআইয়ের পক্ষে একটি প্রতিনিধি দল নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসকে আমন্ত্রণ জানাতে মেয়র অফিসের ডেপুটি কমিশনার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিলীপ চৌহানের সঙ্গে মতবিনিময় করেছে।

মেয়র অফিসের জাতিসংঘ ভবন-২ এর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন মেয়র অফিসের ডেপুটি কমিশনার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্রিস্টিন এডগ্রিন কফম্যান, ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংকের সিইও বিশ্বজিত সাহা, পরিচালক শশধর হাওলাদার ও এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন।   

মতবিনিময় অনুষ্ঠানে দিলীপ চৌহান বলেন, 'নিউইয়র্ক সিটি সারা বিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। নিউইয়র্ক সিটির মেয়র অফিস এখানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেমন ব্যবসায়িক আদান-প্রদান রয়েছে, তেমনি মেয়র অফিসও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।' 

দিলীপ চৌহান আরও বলেন, 'মেয়র অফিসের পক্ষ থেকে এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সশরীর উপস্থিতি থাকবে। নিউইয়র্ক সিটি মেয়র অফিস ও এফবিসিসিআইয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।'

মতবিনিময় সভায় ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংকের সিইও বিশ্বজিত সাহা বলেন, 'বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করে চলেছে আমাদের প্রতিষ্ঠান।'

Comments

The Daily Star  | English
US reciprocal tariff

Trump announces 30% tariffs on EU, Mexico

The EU had hoped to reach a comprehensive trade agreement with the US for the 27-country bloc

53m ago