ভেনিস বাংলা স্কুলের বর্ণাঢ্য বিজয় উৎসব উদযাপন
ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৫১তম বিজয় দিবস উদযাপন করা হয়। গতকাল সোমবার ইতালির ভেনিসের একটি সিনেমা হলে আয়োজিত বিজয় উৎসবে সভাপতিত্ব করেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার।
বাংলা স্কুলের শিক্ষীকা দিলরুবা জামান এবং মেহেরুন নেসার প্রাণবন্ত উপস্থাপনায় উৎসবের আলোচনা পর্বে বক্তৃতা করেন, স্থানীয় পৌর কাউন্সিলর পায়লো তিকচ্ছি, জুসেপ্পে সাক্কা, বাংলা স্কুলের ইতালিয় শিক্ষক মানুয়েলা জরদানো, এজগুয়তো সিলভানো, বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালি, বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান, সিনিয়র কমিউনিটি ব্যক্তিত্ব সরদার সালাউদ্দিন নান্নু, বাংলা স্কুলের সহসভাপতি এমডি আকতার উদ্দিন, মোস্তাক আহমদ, বেল্লাল হোসেন, নজরুল ইসলাম, শাহাদৎ হোসেন ও মনিকা।
বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত এবং দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বাংলা এবং ইতালিয় ভাষায় বাংলাদেশের বিজয়ের ইতিহাস উপস্থানপ করেন স্কুলের শিক্ষীকা এবং ২ শিক্ষার্থী তাসনিয়া এবং সাকিবা।
কবিতা আবৃত্তি করেন, সায়মন ও রাইয়ান। নৃত্য করেন, সাকিবা লিটন।
বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার বলেন, গত ১৭ বছর ধরে ভেনিস বাংলা স্কুল প্রবাসী শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষা দিয়ে আসছে। পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং বিশেষ দিন উদযাপনের মাধ্যমে প্রবাসী প্রজন্মকে শেকড়ের সঙ্গে ধরে রাখার চেষ্টা করছে।
তিনি বলেন, ভেনিসের বাংলাদেশি কমিউনিটি সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের পাশে থাকলেও ইতালিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের সরকারি কর্মকর্তারা কোনো খোঁজ খবর রাখেন না। এমনকী শিক্ষার্থীদের জন্য পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলাদেশের পাঠ্য বই জোগাড় করতেও আমাদের হিমশিম খেতে হয়।
সৈয়দ কামরুল বলেন, বাংলাদেশের শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা বন্ধ না হলে জাতিকে আলোর মুখ দেখানো দিনের পর দিন কঠিন হয়ে দাঁড়াবে। যার প্রভাব প্রবাসী কমিউনিটিতেও পড়ে, পড়ছে।
উৎসবের আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এক চিত্রাঙ্কণ প্রতিযোগিার আয়োজন করা হয়। এতে ৩ বিভাগে মোট ২২ জন শির্ক্ষার্থী অংশগ্রহণ করেন।
'ক' বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হন যথাক্রমে আরাফ নাসির, জান্নত গাজী ও রাইয়ান সরদার। 'খ' বিভাগে সায়মন হোসেন, সিয়াম হোসেন ও তাসনিম মৃধা। 'গ' বিভাগে তাসনিয়া নাসির, সাকিবা লিটন এবং সাকিব মিয়া। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটির বিশিষ্টজনরা।
৩ বিভাগে মোট ৯ জনসহ সব অংশগ্রহণকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার স্পন্সর করেন ভেনিসের ব্যবসায়ী মোস্তাক আহমদ।
Comments