নিউইয়র্কে আরজ আলী মাতুব্বরের জন্মদিন উদযাপন

‘সত্যের সন্ধানে’ শিরোনামে জ্যাকসন হাইটসে এ অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রের ওপেন আইস। ছবি: সংগৃহীত

দার্শনিক ও লেখক আরজ আলী মাতুব্বরের ১২২তম জন্মদিন উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

'সত্যের সন্ধানে' শিরোনামে গত ১৭ ডিসেম্বর জ্যাকসন হাইটসে এ অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রের ওপেন আইস।

সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরজ আলী মাতুব্বরের জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা করেন গবেষক জুয়েল মালিক, লেখক কুলদা রায়, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ এবং টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ। নিউইয়র্কের অর্ধশত বাঙালি এই আলোচনায় অংশগ্রহণ করেন।

ওপেন আইসের অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি স্বাগত বক্তব্য দেন। অংশগ্রহণমূলক আলোচনা করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, অধ্যাপক হুসনে আরা, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী, সুব্রত বিশ্বাস, সঞ্জীবন কুমার, ইব্রাহিম চৌধুরী খোকন, রহমান মাহবুব, চিকিৎসক প্রতাপ দাশ, সাংবাদিক ও লেখক শামীম আল-আমিন এবং আহমাদ মাজহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংবাদিক সাগর লোহানি, রাজনীতিবিদ জাকির হোসেন বাচ্চু, মুক্তচিন্তক তানভীর কাইসার, শুভ ডি কস্টা, চলচ্চিত্র নির্মাতা আবু সায়ীদ।

এ সময় লালন সংগীত পরিবেশন করেন তাহমিনা শহীদ। ছিল মুক্তধারা নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিত সাহার বইয়ের স্টল।

অনুষ্ঠানে টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ বলেন, 'আরজ আলী মাতুব্বরের জীবন সংগ্রাম ও দর্শন বর্তমান বিশ্ব সংকটের সমাধান হতে পারে। তিনি সব সময়ের জন্য সমান প্রাসঙ্গিক।'

জুয়েল মালিক বলেন, 'আরজ আলী মাতুব্বর আত্মসম্মানবোধ সম্পন্ন, সৎ ও বহু বিদ্যায় পারদর্শী এক দ্রোহী চিন্তক। স্বশিক্ষিত এই দার্শনিক মানবতা ও বিজ্ঞানের একনিষ্ঠ অনুগামী ছিলেন।'

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

13h ago