আরব আমিরাতে মুক্তিযুদ্ধের নাটক ‘প্রিয় স্বাধীনতা’র মঞ্চায়ন

আরব আমিরাতে মুক্তিযুদ্ধের নাটক ‘প্রিয় স্বাধীনতা’র মঞ্চায়ন। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর 'প্রিয় স্বাধীনতা' নাটকের মঞ্চায়ন হয়েছে।

আরবান রিডার্সের সহযোগিতায় রাস আল খাইমার বাংলাদেশ প্রাইভেট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ নাটকে অংশ নেন।

রাস আল খাইমার বাংলাদেশ প্রাইভেট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ হাবিবুর রহমানের লেখা নাটকে ফুটে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মত্যাগ, মা-বোনদের আত্মত্যাগ, শহীদ পরিবারের আর্তনাদ, রাজাকারের ঘৃণিত কর্মকাণ্ডসহ লাল সবুজের পতাকাবাহী দেশের গৌরবময় ইতিহাস।

ইতিহাস নির্ভর ও প্রাণবন্ত প্রায় আধা ঘণ্টার এই মঞ্চ নাটক উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

নাটকটিতে অভিনয় করেছেন- বোরহান, শাওন, জনি, আর্ত্রী রানী দাস, খোরশেদা আকতার লাভিবাসহ ১৭ জন শিক্ষার্থী।

নাটকটির রচয়িতা হাবিবুর রহমান বলেন, 'বিদেশ বেড়ে ওঠা প্রজন্মের কাছে দেশের গৌরবময় ইতিহাসের চিত্র তুলে ধরতেই নাটক লিখে শিক্ষার্থীদের দিয়ে মঞ্চায়ন করিয়েছি। বাংলাদেশের জন্মের পেছনে শহীদ পরিবারের আত্মত্যাগ ও কষ্ট তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধুর নেতৃত্বকে তুলে ধরার চেষ্টা করেছি৷'

আরবান রিডার্স সংগঠক নওশের আলী জানান, মহান মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে শিল্পীরাও তাদের প্রতিভা দিয়ে অংশ নেয়৷ রাজনীতিবিদদের পাশাপাশি কবি সাহিত্যিকরা রেডিওতে গান পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছেন। প্রিয় স্বাধীনতা নাটকে এসব অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে।

লেখক: আমিরাতপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Excavator brought to demolish Dhanmondi-32

An excavator was brought to Bangabandhu Sheikh Mujibur Rahman's Dhanmondi-32 residence tonight following social media announcements of a "Bulldozer Procession" to get rid of the "pilgrimage site of fascism"

4h ago