স্পেনে দাবদাহ থেকে বাঁচতে সবুজের সান্নিধ্যে
গ্রীষ্মকালীন ছুটিতে প্রচণ্ড তাপদাহে ইউরোপের অন্য দেশগুলোর মতো স্পেনের আবহাওয়াও এখন অসহনীয়। এ রকম বৈরী পরিবেশ থেকে একটু হিমেল হাওয়া, প্রকৃতির নির্মল সান্নিধ্যে এবং প্রবাসের কর্মজীবনের ক্লান্তি কাটাতে প্রিয়জনদের সঙ্গে মিলনমেলায় মেতেছিলেন স্পেনপ্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মাদ্রিদের অদূরে এই মিলনমেলার আয়োজন করে স্পেনপ্রবাসী কল্যাণ সমিতি ।
প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া পাহাড় আর ফলের আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম রাস কাফ্রিয়ায় প্রবাসীরা একটি প্রশান্তির দিন কাটান।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল আড্ডা, খেলাধুলা, প্রীতিভোজ, লাকি কুপন ড্র, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রবাসীদের আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পুরো রাস কাফ্রিয়া পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে।
দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন, মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে, কেউ কেউ ঘুরে ঘুরে পার্কের রূপসুধা উপভোগ করেন।
এ আয়োজনে শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বনভোজনে অংশগ্রহনকারী বয়স্করাও বয়সের সীমাবদ্ধতা ভুলে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন।
নানা ধরনের আনন্দ আয়োজনের পর মধ্যাহ্নভোজে ছিল নানা পদের মুখরোচক খাবার।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপ্লব খান, মো. জহিরুল ইসলাম, আল আমীনের দেশীয় গানের সুরে মুগ্ধতা ছড়ায় প্রবাসীদের মধ্যে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে খেলাধুলা ও লাকি কুপন ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রবীণ কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সমিতি স্পেনের সভাপতি আল আমীন মিয়া ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামরুজ্জামান সুন্দরসহ কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন।
মিলনমেলার অনুভূতি উল্লেখ করে তারা বলেন, 'প্রবাসীদের এই মিলনমেলা শুধু মনের খোরাকই জোগায় না, দেয় অনাবিল শান্তি আর মজবুত করে বিদেশের মাটিতে ভ্রাতৃত্বের বন্ধন।'
কবির আল মাহমুদ: স্পেনপ্রবাসী সাংবাদিক
Comments