রাজধানীর ৬ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

স্টার ফাইল ফটো

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণে রাজধানীর ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

আজ সোমবার অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ড. মিজানুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

হাসপাতালগুলো হলো-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, কমলাপুরে রেলওয়ে জেনারেল হাসপাতাল, ২০ শয্যা আমিনবাজার সরকারি হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল ও ৩১ শয্যা কামরাঙ্গীরচর হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, '২০১৯ সালের ডেঙ্গু পরিস্থিতি যতটা খারাপ ছিল, চলতি বছরের পরিস্থিতিও প্রায় তার কাছাকাছি।'

করোনা মহামারির মধ্যে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে উল্লেখ করে অধিদপ্তর জানায়, গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে এক হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৩২ জন, চট্টগ্রামে দুজন এবং খুলনা ও রাজশাহীতে একজন করে মারা গেছেন।

চলতি আগস্ট মাসে প্রতিদিন গড়ে ২০০ জনের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় আট হাজার ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Comments

The Daily Star  | English

Adviser AF Hassan Ariff passes away

He was the incumbent adviser to the ministries of land, and civil aviation and tourism

3h ago