গাজীপুরে নিবন্ধনহীন ২ হাসপাতাল বন্ধ, জরিমানা
গাজীপুরের শ্রীপুরে নিবন্ধন না থাকা ও মেয়াদহীন নিবন্ধন ব্যবহারের অভিযোগে ৩টি হাসপাতালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ২টি হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন আদালত।
আজ শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার ওই ৩ হাসপাতালে অভিযান চালান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, '৩টি হাসপাতালের মধ্যে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও মাওনা পপুলার মেডিকেল সেন্টারের নিবন্ধন নেই। নিবন্ধন না থাকায় তাদের জরিমানা আদায় করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে। এই হাসপাতালকে আগামী মাসের মধ্যে নিবন্ধন নবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।'
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তর একটি নির্দেশনা দিয়েছে। এতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশ অনুযায়ী, শ্রীপুর পৌরসভার মাওনা এলাকার আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার, মাওনা পপুলার মেডিকেল সেন্টার এবং কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।'
তিনি আরও বলেন, 'এসময় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার এবং মাওনা পপুলার মেডিকেল সেন্টার নিবন্ধন দেখাতে ব্যর্থ হওয়ায় ২ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধনের মেয়াদ না থাকা, স্বল্প জনবল এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।'
Comments