আজকের মধ্যেই পানি সংকট দূর হবে: এনআইসিভিডি পরিচালক
বিকল্প ব্যবস্থা করলেও দূর হয়নি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পানি সংকট। তৃতীয় দিনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।
তবে আজকের মধ্যেই পানি সংকট দূর হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ইতোমধ্যে বিকল্প ব্যবস্থা করেছি। পাশের কিডনি ইনস্টিটিউট থেকে পাইপের মাধ্যমে পানি আনা হচ্ছে। আমি নিজে সকাল থেকে অপারেশন থিয়েটারে ছিলাম।
তিনি আরও বলেন, যে গভীর নলকূপ রয়েছে সেটা ১৬ বছরের পুরনো। পানির স্তর নেমে যাওয়ায় এখন আর সেখান থেকে পানি পাওয়া যাচ্ছে না। আজ দুপুরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে বৈঠক করবে। এ ছাড়া, ওয়াসার মেইন লাইন থেকে সংযোগ নেওয়ার কাজ চলছে। আশা করা যায় আজকের মধ্যেই কাজ শেষ হবে এবং পানির সংকট দূর হয়ে যাবে।
গত বৃহস্পতিবার এনআইসিভিডিতে পানির সংকট দেখা যায়। রোগীর স্বজনদের কাছ থেকে জানার পরে হাসপাতাল কর্মচারীরা পাম্পে গিয়ে দেখেন, পানির বদলে বালু উঠছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানালে গণপূর্তের প্রকৌশলীরা পর্যবেক্ষণ করে জানান, গভীর নলকূপে পানির স্তর নেমে যাওয়ায় পাম্প দিয়ে পানি উঠছে না। স্থায়ী সমাধানের জন্য নতুন করে গভীর নলকূপ খনন শুরু হয়েছে।
Comments