এডিসের লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণের ৫ বাড়িতে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫টি বাড়িতে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত আজ ডিএসসিসির বিভিন্ন এলাকায় ১২৫টি বাড়ি ও স্থাপনায় অভিযান চালায়। এর মধ্যে ৫টিতে এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া যায়। এসব বাড়ি এবং স্থাপনার মালিকদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়।

জোন-২ এর নির্বাহী কর্মকর্তা মুগদা হাসপাতালের আশপাশের ৩০টি বাড়ি পরিদর্শন করে একটি বাড়িতে এডিস মশার লার্ভা পান। ওই বাড়িটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির ১০টি অঞ্চলে মশকবিরোধী অভিযান শুরু করার ঘোষণা দেন। বুধবার শুরু হওয়া এই অভিযান আগামী ৪ মাস ধরে চলবে।

মেয়র বলেন, 'ঢাকাবাসীর মধ্যে একটি বড় অংশ নিজ থেকেই সচেতন। তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্বপ্রণোদিতভাবেই কাজ করেন। কিন্তু একটি উল্লেখযোগ্য অংশ সচেতন নয়। তাদেরকে আমরা যতই উদ্বুদ্ধ করার চেষ্টা করি না কেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে।'

Comments

The Daily Star  | English

Climate finance: COP29 draft proposes $250b a year

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

2h ago