জাপানে একদিনে শনাক্ত ২ লাখ

ছবি: রয়টার্স ফাইল ফটো

জাপানে একদিনে ২ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই প্রথম দেশটিতে একদিনে এতো মানুষের করোনা শনাক্ত হলো।

গতকাল শনিবার দেশটির সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মোট শনাক্তের সংখ্যা ছিল ২ লাখ ৯৫৪ জন। এর আগের দিন শনাক্ত হয়েছিল এক লাখ ৯০ হাজার।

এতে আরও বলা হয়, শনাক্ত ব্যক্তিরা করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএ.৫ সাবভ্যারিয়েন্টের আক্রান্ত হয়েছেন।

গতকাল টোকিওতে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক কর্মীদের করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। জাপানে করোনার সপ্তম ঢেউ মোকাবিলায় সরকার টিকা নেওয়ার বয়সসীমা বিস্তৃত করেছে।

আগে ৬০ বছর বা এর বেশী বয়সীদের চতুর্থ ডোজ টিকা দেওয়ার কথা বলা হয়েছিল। এখন ১৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত চরম ঝুঁকিতে থাকা যেকোনো ব্যক্তিকে টিকার চতুর্থ ডোজ দেওয়া যাবে।

এতে আরও বলা হয়, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং স্বাস্থ্যকর্মী সংকটের কারণে রাজধানীর কয়েকটি হাসপাতাল অন্যান্য রোগীদের সেবা সীমিত করতে বাধ্য হয়েছে।

Comments

The Daily Star  | English

Any wrong decision could allow the return of 'fascist' forces: Tarique

'Fascism, extremism and radicalism could rise,' says BNP acting chief

1h ago