করোনায় প্যাক্সোভির হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়

করোনার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ প্যাক্সোভির হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায় বলে বিজ্ঞান বিষয়ক এক সেমিনারে বক্তারা জানিয়েছেন। তারা এই ওষুধকে করোনার চিকিৎসার 'মোড় ঘুরিয়ে দেওয়া' আখ্যায়িত করেছেন।

ফাইজারের আবিষ্কৃত প্যাক্সলোভিডের জেনেরিক ভার্সন প্যাক্সোভির বিশ্বে প্রথম তৈরি করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি গত বছর ৩০ ডিসেম্বর দেশের বাজারে প্যাক্সোভির বিপণন শুরু করে।

তবে প্যাক্সোভিরের মাত্রা নির্ধারণ ও ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকদের সতর্ক থাকতে বলেছেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা। এসকায়েফের আয়োজিত সেমিনারে সরাসরি ও ভার্চুয়ালি সারাদেশের ৪২টি চিকিৎসা প্রতিষ্ঠানের স্বনামধন্য চিকিৎসকদের পাশাপাশি ৩০টি দেশ থেকে চিকিৎসকেরা যুক্ত হন।

প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশুদের মৃদু থেকে মাঝারি উপসর্গের করোনার চিকিৎসায় প্যাক্সোভির ব্যবহারের অনুমোদন রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক মো. রোবেদ আমিন।

তিনি বলেন, 'উপসর্গ দেখা দেওয়ার তিন দিনের মধ্যে রোগীকে প্যাক্সোভির দেওয়া হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এটা ভাইরাল লোড কমায়। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর এটি ওষুধটি জীবন রক্ষা করছে।'

Comments

The Daily Star  | English
Mahfuj Alam

Govt to consult with all parties before reforms

The interim government will not make unilateral decisions on the reform commissions’ reports but will finalise decisions through consultations with all political parties, said Adviser Mahfuj Alam yesterday.

1h ago