আবারও সংক্রমণ বাড়াচ্ছে ওমিক্রন: স্বাস্থ্যমন্ত্রী

zahid malek
ছবি: সংগৃহীত

ওমিক্রন ভ্যারিয়েন্ট আবারও সংক্রমণ বাড়াচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার বিকেলে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা যখন বৃদ্ধি পায় তখন আমাদের সতর্ক হতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। এখনো সময় আছে, আমরা যাতে মাস্ক পরি-ঝুঁকিতে না পরি। সামাজিক দূরত্ব বজায় রাখি। যারা টিকা নেননি তারা জরুরিভিত্তিতে বুস্টার ডোজ নিন। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানগুলো এখন একটু সীমাবদ্ধ করতে হবে। সরকারকে বলবো এ ধরনের নির্দেশনা দিতে, আমরাও দেবো।

তিনি আরও বলেন, বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে আমরা সতর্ক হতে বলেছি। চিঠি দেওয়া হয়েছে। এখন যারা আক্রান্ত হচ্ছে তারা কী ধরনের ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে সে গবেষণা করিয়েছি। এটা ওমিক্রনই, তার হয়তো সাব ভ্যারিয়েন্ট হতে পারে। খুব মারাত্মক কিছু না, তবে দ্রুত গতিতে সংক্রমণ হয়।

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

24m ago