৭০-৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হব: আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট আদিনাথ বসু বলেছেন, নির্বাচনের আচরণবিধি মেনে আইভী বাসায় আছেন। তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না। তারা আশা করছেন, ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন আইভী।
আজ শনিবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আইভীর বাড়ি চুনকা কুটিরের সামনে দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন আদিনাথ বসু।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আদিনাথ বসু বলেন, 'এখন পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, আমরা ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হব। গতকাল বিকেলের পর আইভী আপার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে তৈমূর আলম খন্দকার রাতে টকশোতে উপস্থিত হওয়ার মতোও অবস্থা ছিলেন না। চারদিকে নৌকার জয়জয়কার ও আইভীর জয়জয়কার। আগামীকাল ফলাফল দিলে মিলিয়ে নেবেন, লক্ষাধিক ভোটে তৈমূর আলমকে পরাজিত করব।'
নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, 'এখন পর্যন্ত সুন্দর পরিবেশ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।'
তৈমূর আলম খন্দকারের নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'এটা তিনি কেন বলছেন, সেটা আমি জানি না। তিনি ঢোল পিটিয়ে ২০১১ সালের মতো নির্বাচনের ফিল্ড থেকে ফেরত যেতে চাচ্ছেন কি না আমার জানা নেই।'
Comments