নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রের ভোটগ্রহণ। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার।

নির্বাচনের ভোটগ্রহণের পর রোববার রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

এসময় তিনি বলেন, নির্বাচনে অনিয়ম নিয়ে কেউ অভিযোগ করেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে।

তিনি জানান, ইভিএম এ ভোট দিতে কিছু সমস্যা হলেও ভোট শেষ হবার পরেও তাদের সুযোগ দেওয়া হয়েছে।

যারা কেন্দ্রে এসেছেন তাদের সবাই ভোট দিতে পেরেছেন, কাউকে ফেরত পাঠানো হয়নি বলেও জানান ইসি সচিব।

Comments