যেভাবে হাজী সেলিম ক্ষমতাবান ও বিত্তবান
বহু আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্কের পর বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরে নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতে আত্মসমর্পণ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য হাজী সেলিম।
২০০৮ সালের এক দুর্নীতির মামলায় মোট ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল তার। সর্বশেষ হাইকোর্টেও তার শাস্তি বহাল থাকে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণের পর জামিন না দিয়ে আদালত তাকে কারাগারে পাঠান।
গত ২৩ মে কারাগারে পাঠানোর একদিন পরই তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (এই অনুষ্ঠান রেকর্ডিংয়ের পর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী হতে পারে হাজী সেলিমের ভবিষ্যৎ? দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি সংসদ সদস্য হিসেবে বহাল থাকতে পারেন?
স্টার ভিউজরুমে হাজী সেলিম এবং বর্তমান পরিস্থিতি নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা।
Comments