কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

কবি হেলাল হাফিজ। ছবি: সংগৃহীত

কবি হেলাল হাফিজকে আবারও রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়।

কবি হেলাল হাফিজ নিজেই রাত ৮টায় এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কয়েকদিন ধরে শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। আজ সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে আসে আমাকে। ভর্তি হলাম এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।'

অসুখের বিষয়ে জানতে চাইলে কবি বলেন, 'প্রধানত চোখের অসুবিধা, খেতে পারি না, আর হাঁটাচলায় কষ্ট।'

তাছাড়া কিডনির সমস্যা, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যাও আছে বলে জানান তিনি।

এর আগে বার্ধক্যজনিত জটিলতার কারণে গত বছর আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল কবি হেলাল হাফিজকে।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT sentences Hasina to six months for contempt of court

Bulbul was sentenced to two months in prison for his role in the conversation

Now