৩৫ খণ্ডে প্রকাশিত হচ্ছে সৈয়দ শামসুল হকের রচনাসমগ্র

সৈয়দ শামসুল হক। ছবি: সংগৃহীত

সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য 'সৈয়দ শামসুল হক রচনাসমগ্র' প্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর তার ৮৫-তম জন্মবার্ষিকীতে এই সংকলনটি প্রকাশিত হবে।

প্রকাশনা সংস্থা ঐতিহ্য'র প্রকাশক আরিফুর রহমান নাইম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সৈয়দ শামসুল হকের রচনা বাংলা সাহিত্যের গৌরব। বাংলা সাহিত্যের ভূগোলে তিনি 'জলেশ্বরী' নামের কল্পিত ভূখণ্ডের স্রষ্টা। তার রচনাসমগ্র প্রকাশ করার দায়িত্ব পাওয়ায় আনন্দবোধ করছি।'

বাংলা সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ ছিল সৈয়দ শামসুল হকের। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, কাব্যনাট্য, প্রবন্ধ-নিবন্ধ, শিশু-কিশোরসাহিত্য, সায়েন্স ফিকশন, সাহিত্য-কলাম, অনুবাদ, আত্মজীবনী, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী-সবক্ষেত্রেই ছিল তার পদচারণা। তাকে বলা হতো 'সব্যসাচী' লেখক।

সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ছিলেন সৈয়দ শামসুল হকের।

সৈয়দ শামসুল হকের মঞ্চনাটক 'নূরলদীনের সারাজীবন', 'পায়ের আওয়াজ পাওয়া যায়' পৃথিবীর বিভিন্ন দেশে মঞ্চায়িত হয়েছে। তার কাব্য 'পরানের গহীন ভিতর' বাংলা কবিতার অমৃত সম্পদ। বড়গল্প 'রক্তগোলাপ' বিশ্বসাহিত্যের জাদুবাস্তব ধারার পথিকৃৎ সংযোজন। উপন্যাস 'খেলারাম খেলে যা' আঙ্গিক ও বিষয়শৈলীতে এক সাহসী উপস্থাপনা; একই সঙ্গে 'নিষিদ্ধ লোবান', 'নীল দংশন' বা 'বৃষ্টি ও বিদ্রহীগণ' উপন্যাস বাঙালির মহাকাব্যিক মুক্তিযুদ্ধকে ধারণ করা হয়েছে। তার প্রবন্ধের বই 'মার্জিনে মন্তব্য', 'কথা সামান্যই' এবং 'হৃৎকলমের টানে' বাংলা সাহিত্যে অভিনব উপস্থাপন।

এই সংকলনে থাকছে সৈয়দ হকের মর্মানুবাদে পবিত্র কুরআনের নির্বাচিত অংশের বাংলা ভাষ্য, তার রচিত চলচ্চিত্রের চিত্রনাট্য, বিখ্যাত গান, ইংরেজি রচনা এবং অঙ্কিত চিত্রকর্মের প্রতিলিপি।

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

6h ago