রতিসংকুল বর্ষাদিন

অলঙ্করণ: বিপ্লব চক্রবর্তী

এতো জল বাইরে-ভেতরে
এতো-এতো বজ্র-বিস্ফোরণ

পুরোটা তল্লাটে যেন হামলে পড়েছে নীলকরদের
ট্রিগারহ্যাপি মাতাল বরকন্দাজ-পাইক-পেয়াদার দল;
তারা ভীষণ কুপিত হয়ে গুলি ছুড়ছে গুড়ুম-গুড়ুম

অনেকটা সেরকমই এক হাতে বুলেট-কার্তুজ আর
অন্য হাতে রতিপুস্তক নিয়ে পোড়খাওয়া আমাদের ওপর
অতর্কিতে সওয়ার হলো বর্ষাকাল

কড়্-কড়াৎ বাজপড়া রাতে, এই খলবলে নরক-আন্ধারে
আমরা লক্ষ লক্ষ পাছাউদোম, উপদ্রুত লোক
হাঁটুজল কোমরজল ডুবজল উজিয়ে চলেছি
কোনো এক কল্পিত উচ্চভূমির দিকে-- নিরাপদ দূর-অচেনায়

আমাদের উদ্ধারলাভের আশা বড়ো ক্ষীণ, দূরপরাহত!

এমন রতিসংকুল, এহেন পৈশাচিক বর্ষাকাল পেরিয়ে
যতবার কোনো একটা নিরাপদ ঋতুতে, কোনো একটা
শুকনো আর শক্ত-কঠিন ডাঙায় পা রাখতে যাই, ততোবার
দশমূর্তিরূপ ধরে ভয়ানক ভগবতী পথ রোধ করে!

Comments

The Daily Star  | English

Over 45 lakh cases pending in courts

Each HC judge is burdened with 6,552 cases, while Appellate Division judges are handling 4,446 cases each, and lower court judges 1,977 cases each.

1d ago