রতিসংকুল বর্ষাদিন
এতো জল বাইরে-ভেতরে
এতো-এতো বজ্র-বিস্ফোরণ
পুরোটা তল্লাটে যেন হামলে পড়েছে নীলকরদের
ট্রিগারহ্যাপি মাতাল বরকন্দাজ-পাইক-পেয়াদার দল;
তারা ভীষণ কুপিত হয়ে গুলি ছুড়ছে গুড়ুম-গুড়ুম
অনেকটা সেরকমই এক হাতে বুলেট-কার্তুজ আর
অন্য হাতে রতিপুস্তক নিয়ে পোড়খাওয়া আমাদের ওপর
অতর্কিতে সওয়ার হলো বর্ষাকাল
কড়্-কড়াৎ বাজপড়া রাতে, এই খলবলে নরক-আন্ধারে
আমরা লক্ষ লক্ষ পাছাউদোম, উপদ্রুত লোক
হাঁটুজল কোমরজল ডুবজল উজিয়ে চলেছি
কোনো এক কল্পিত উচ্চভূমির দিকে-- নিরাপদ দূর-অচেনায়
আমাদের উদ্ধারলাভের আশা বড়ো ক্ষীণ, দূরপরাহত!
এমন রতিসংকুল, এহেন পৈশাচিক বর্ষাকাল পেরিয়ে
যতবার কোনো একটা নিরাপদ ঋতুতে, কোনো একটা
শুকনো আর শক্ত-কঠিন ডাঙায় পা রাখতে যাই, ততোবার
দশমূর্তিরূপ ধরে ভয়ানক ভগবতী পথ রোধ করে!
Comments