দুরন্ত হও, স্পর্ধিত হও
হাঁপরের ভেতর দিয়ে ওঠে আসে দুর্দান্ত চোখ
দুরন্ত হও, স্পর্ধিত হও, বালক জন্মের মতো দুর্বিনীত
সাহস নামাও এই মাটিতে, পায়ে পায়ে জনপদে
মাস্তুলের শীর্ষভাগে উড়াও পতাকা লাল রক্তের
ঘামের শরীরে তোলো উদাত্ত ফণার কুণ্ডলী
সাহসের ভাষা হয়ে কাঁপুক চরাচর।
আগুনের জ্বলন্ত দেহ থেকে খসাও জীবনের ভাষা
তুলে আনো দগদগে ক্ষতের পচন ভাঙা রাত
মানুষের নিজস্ব নিয়মে তোলো সমুদ্রে তোলপাড়।
জাগুক দেহাতী শরীরে গনগনে রোদের নির্যাস
লোহার পেটানো শব্দে ঝংকার ওঠুক তীব্র তির্যক
দেশে দেশে দ্রোহের লেলিহান আগুন
জড় হোক শৃঙ্খল ভাঙা সমবেত বিশ্বাসী গানে।
এবার পোড়াও তবে বিনাশী পোকার শব
গনগনে লোহার শিকে আসুক ধ্বংসবার্তা
প্রজ্বলিত দিগন্তে নামুক অগ্নিক্ষরা রক্তস্নান
মানুষের তীর্থ হোক মানুষের প্রার্থিত জীবন
দুরন্ত হও, স্পর্ধিত হও মানুষের ভুবনজয়ী যুদ্ধে।
Comments