আইয়ুব বাচ্চুর সঙ্গে ২২ বছরের ‘স্মৃতিদহন’

রক আইকন আইয়ুব বাচ্চুকে নিয়ে বই 'স্মৃতিদহন' প্রকাশ পেয়েছে গতকাল সোমবার। তানভীর তারেকের লেখা বইটিতে লেখকের সঙ্গে আইয়ুব বাচ্চুর ২২ বছরের সম্পর্কের নানান কথা উঠে এসেছে।

তানভীর তারেক বলেন, 'বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ২২ বছরের যে পরিচয়-সম্পর্ক তা গীতিকার-শিল্পী বা সাংবাদিক-শিল্পীর বাইরেও অনেক কিছু। সেই সম্পর্কের দীর্ঘ পরিক্রমায় তার প্রতি মোহগ্রস্ত সময়, মান-অভিমান, মায়ায় জড়ানো কাল বা কৃতজ্ঞতা বাঁধা মনের অবলোকনকেই আমি বইয়ে প্রকাশ করার চেষ্টা করেছি।'

তিনি আরও বলেন, 'স্মৃতিদহন বইটিতে আমার নেওয়া বাচ্চু ভাইয়ের প্রায় অর্ধশত সাক্ষাৎকারের কোনোটিই গ্রন্থিত করিনি। ইচ্ছে করেই করিনি। কারণ ওগুলোতে তৎকালীন বিভিন্ন বিষয় নিয়ে মতামত ছিল। যা আগামী প্রজন্মের কোনো এক পাঠকের কাছে খটকা লাগতেই পারে। আইয়ুব বাচ্চুর সমবয়সী ভক্তরা যেন এই বইয়ের প্রতিটি অংশে নিজেদের সঙ্গে আইয়ুব বাচ্চুকে সম্পর্কিত করতে পারেন, সেই চেষ্টাটাই করেছি।'

বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু এবং বইটির বিভিন্ন পরিচ্ছদের অলংকরণ করেছেন মোরশেদ মিশু। বইটি একুশে বইমেলার অনিন্দ্য প্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

Comments

The Daily Star  | English
government bank borrowing target

'Heinous act' of attacking NCP rally in Gopalganj will not go unpunished: govt

The government termed the use of violence in Gopalganj as "utterly indefensible"

40m ago