পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালির ৩ বিজ্ঞানী

ছবি: এপি

পদার্থ বিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্যুকুরো মানাবে, জার্মানির বিজ্ঞানী ক্লাউস হেসেলমান এবং ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি।

পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ভৌত মডেলিং, পরিবর্তনশীলতার পরিমাপ এবং নির্ভুলভাবে বৈশ্বিক উষ্ণায়নের পূর্বাভাস নিয়ে অবদানের জন্য স্যুকুরো মানাবে (৯০) ক্লাউস হেসেলমান (৮৯) এবারের পুরস্কারের অর্ধেক পেয়েছেন।

পুরস্কারের বাকি অর্ধেক পেয়েছেন জর্জিও পারিসি। তিনি 'পরমাণু থেকে গ্রহীয় পরিসরে ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশনের পারস্পরিক প্রভাব' আবিষ্কারের জন্য এই পদক পেলেন।

সুইডিশ নোবেল কর্তৃপক্ষ বলেছে, পৃথিবীর জলবায়ু এবং এর ওপর মানুষের কর্মকাণ্ডের প্রভাব বুঝতে মানাবে ও হেসেলমানের আবিষ্কার প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করেছে।

১৯৬০ এর দশকে মানাবে তার আবিষ্কারের মাধ্যমে দেখিয়েছেন কীভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। তার আবিষ্কারের ওপর ভিত্তি করেই বর্তমানে জলবায়ু পরিবর্তনের মডেলগুলো তৈরি করা হচ্ছে।

এর প্রায় এক দশক পর হেসেলমান দেখান, আবহাওয়া ও জলবায়ু আপাত সম্পর্কহীন মনে হলেও কীভাবে জলবায়ু পরিবর্তন আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। মানুষ কীভাবে জলবায়ুকে প্রভাবিত করছে সেটিও সুনির্দিষ্টভাবে দেখিয়েছেন তিনি।

পুরস্কার ঘোষণা হওয়ার পর পারিসি বলেছেন, জলবায়ু পরিবর্তন রোধে আমাদের কঠিন সিদ্ধান্তগুলো দ্রুত গতিতে নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

4h ago