‘বিজয় আমাদের হবে’, যুদ্ধের শততম দিনে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রয়টার্স ফাইল ফটো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শততম দিনে এক ভিডিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিজয় আমাদের হবে।

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখানে আছে... আমাদের দেশের মানুষ এখানে আছে। আমরা ১০০ দিন ধরে ইউক্রেনকে রক্ষা করছি। বিজয় আমাদেরই হবে।

ভিডিওতে যুদ্ধকালীন নেতা ইউক্রেনের প্রধানমন্ত্রীসহ তার ঘনিষ্ঠ মিত্রদের কিছু দেখানো হয়।

বিবিসি বলছে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জেলেনস্কি একই ধরনের একটি ভিডিও পোস্ট করেছিলেন। তারপর, জেলেনস্কিকে কিয়েভ থেকে সরিয়ে নিতে পশ্চিমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। তিনি বলেছিলেন, আমার গোলাবারুদ দরকার, এখান থেকে সরে যাওয়া নয়।

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

38m ago