মেয়েদের স্কুল খোলার কয়েক ঘণ্টা পরই বন্ধের নির্দেশ দিলো তালেবান
প্রায় ৭ মাস পর মেয়েদের হাইস্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও সেগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন।
আজ বুধবার তালেবানের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক আইন ও আফগান সংস্কৃতি অনুযায়ী পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ শ্রেণির ওপরের শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না।
আফগানিস্তানের সরকারি সংবাদসংস্থা বাখতারের বরাত দিয়ে আল-জাজিরা আজ এ তথ্য জানিয়েছে।
তালেবান মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি এএফপিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, 'হ্যাঁ, এটি সত্য।'
তবে এর পেছনে যুক্তি কী, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান এএফপিকে বলেন, 'আমাদের এই বিষয়ে মন্তব্য করার অনুমতি নেই।'
এ বিষয়ে আফগান রাজনীতিবিদ ও সাংবাদিক শুকরিয়া বারাকজাই বলেন, 'মেয়েরা যারা এই দিনটির জন্য অপেক্ষা করছিল, তারা স্কুল থেকে ফিরে এসেছে—এটি খুবই হতাশাজনক। এ থেকে বোঝা যাচ্ছে, তালেবানরা নির্ভরযোগ্য নয় এবং তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারে না।'
আফগানিস্তানের ক্ষমতা হাতে নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক গোষ্ঠী তালেবান নেতাদের স্কুল খোলার এবং নারী অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। চলতি সপ্তাহের শুরুতে তালেবানের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে 'সব শিক্ষার্থীদের' স্কুলে আসার আহ্বান জানানো হয়েছিল।
Comments