বাইডেন ও জেলেনস্কির ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ৩০ মিনিট ফোনে কথা বলেছেন। খবর বিবিসির।

জেলেনস্কি টুইট করেন, তারা রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা ও ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

জেলেনস্কি বলেন, যত দ্রুত সম্ভব আমাদের আক্রমণকারীদের থামাতে হবে।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago