‘অলিম্পিক পর্যন্ত ইউক্রেনে হামলা না করার’ প্রতিবেদন নাকচ করলো চীন

শীতকালীন অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে ইউক্রেনে হামলা না করার অনুরোধ করেছিল চীন– পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনটিকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে দাবি করেছে বেইজিং।
সিএনএন জানায়, অন্যান্য পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে প্রতিবেদনটিকে 'সম্পূর্ণ মিথ্যা' দাবি করে একে 'মূল ঘটনা থেকে মনযোগ সরানো ও দোষারোপ করার অপচেষ্টা' বলে উল্লেখ করেছে চীন।
পশ্চিমের দেশগুলোর গোয়েন্দা তথ্যের বরাতে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে ইউক্রেনে হামলা না করার অনুরোধ করেছিল চীন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যে জানা গেছে যে, এই বিষয়ে চীনের কর্মকর্তারা গত ফেব্রুয়ারির শুরুতে রুশ কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন।
বিবৃতিতে বেইজিং জানিয়েছে, 'এটি সম্পূর্ণ মিথ্যা। মূল ঘটনা থেকে মনোযোগ সরানোর জন্য এবং দোষারোপ করার জন্য এই ঘৃণ্য কাজটি করা হচ্ছে।'
বিবৃতিতে আবারও ইউক্রেনে বর্তমান সংঘাতের কারণ হিসেবে 'যুক্তরাষ্ট্রের সমর্থনকারী ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ' এর কথা উল্লেখ করেছে বেইজিং।
আজ বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক ব্রিফিংয়ে বলেন, 'আমরা আশা করি, এই সংকটের জন্য দায়ীরা অন্যকে দোষারোপ না করে ইউক্রেন সংকটে তাদের ভূমিকা কী ছিল এ নিয়ে চিন্তাভাবনা করবে, তারা নিজদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং পরিস্থিতি সহজ ও সমস্যা সমাধানের জন্য দৃঢ় ব্যবস্থা নেবে।'
Comments