সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৪০
সুদানের অভ্যুত্থান বিরোধীরা রোববার গণবিক্ষোভের ডাক দিয়েছেন। দেশটির চিকিৎসকরা জানিয়েছেন, গত মাসের সামরিক দখলের পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০ জনে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান গত ২৫ অক্টোবর জরুরি অবস্থা ঘোষণা করেন। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন এবং বেসামরিক নেতাদের গ্রেপ্তার করেন। যা জনগণকে রাস্তায় নামতে প্ররোচিত করে।
গত বুধবারের বিক্ষোভের দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ। সেদিন বিক্ষোভের পর নিহতদের সংখ্যা হয়েছিল ১৬ জন।
দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত ১৭ নভেম্বর মাথায় ও পায়ে গুলি গুরুতর আহত হন এক কিশোর। পরে তার মৃত্যু হয়। তার বয়স ছিল ১৬ বছর।
চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার নিহতদের বেশিরভাগই উত্তর খার্তুমের ছিল। যা রাজধানী থেকে নীল নদের ওপারে অবস্থিত। এসময় শত শত মানুষ আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তারা কোনো তাজা গোলাবারুদ ব্যবহারের কথা অস্বীকার করেছেন এবং জোর দিয়ে বলেছেন, তারা বিক্ষোভ ছত্রভঙ্গ করতে 'ন্যূনতম শক্তি' ব্যবহার করেছেন। উত্তর খার্তুমে বিক্ষোভকারীদের মধ্যে তারা একজনের মৃত্যুর কথা স্বীকার করেন।
Comments