সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত ৩, আহত অন্তত ৮০

ছবি: এএফপি

সুদানের সামরিক বাহিনী দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে জরুরি ঘোষণার পর রাস্তায় সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হলে অন্তত ৩ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার অভ্যুত্থানের পর বিক্ষোভ ও হতাহতের ঘটনা ঘটে। 

ক্ষমতাগ্রহণকারী নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটির সামরিক-বেসামরিক সার্বভৌম কাউন্সিল ভেঙে দিয়েছেন। যেটি ২০১৯ সালে  একটি জনপ্রিয় বিদ্রোহের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরশাসক ওমর আল-বশিরকে উৎখাতের মাধ্যমে গঠন করা হয়। দেশকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য কাউন্সিলটি গঠন করা হয়েছিল। 

বুরহান জরুরি অবস্থা ঘোষণায় বলেছেন, 'দেশের নিরাপত্তা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন প্রয়োজন। তবে, তিনি ২০২৩ সালের জুলাই মাসে নির্বাচন করার এবং তখন একটি নির্বাচিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'দেশ এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা তরুণদের স্বপ্ন ও জাতির আশার জন্য সত্যিকারের হুমকি।'

জরুরি অবস্থা ঘোষণার পর অভ্যুত্থানবিরোধী যুবকরা রাস্তায় ব্যারিকেড দেন। এতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। 

সুদানের ডাক্তারদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, সৈন্যদের গুলিতে তিন জন মারা গেছেন এবং কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

1h ago