সুদানের দারফুরে সংঘর্ষে নিহত অন্তত ১৬৮

ছবি: রয়টার্স ফাইল ফটো

সুদানের বিরোধপূর্ণ দারফুর অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

'গত শুক্রবার এই সংঘর্ষ শুরু হয়' উল্লেখ করে শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর রিফুজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর'র মুখপাত্র আদম রেগাল গণমাধ্যমকে বলেন, 'এই ঘটনায় গত রোববার অন্তত ১৬০ জন নিহত হন এবং আহত হন অন্তত ৯৮ জন।'

সংঘর্ষ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

সশস্ত্র ব্যক্তিরা তাদের গোত্রের ২ জনের হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার অভিযুক্ত বিরোধী গোত্রের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সেদিন অন্তত ৮ জন নিহত হন।

আহতরা যাতে নিরাপদে হাসপাতালে যেতে পারেন তা নিশ্চিত করতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি বিবদমান গোত্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এ সংঘর্ষের কারণে ২০ হাজারের মতো মানুষ বাস্তুহারা হয়েছে বলে জানিয়েছে দারফুর আইনজীবী সমিতি।

গত রোববার অনলাইনে পোস্ট করা ছবিতে ক্রেইনিক শহরের বাড়িঘরে আগুন লাগার দৃশ্য দেখা যায়। তবে বার্তা সংস্থা এএফপি তাৎক্ষণিকভাবে সেসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago