মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ১২ দেশের ৬০০ অভিবাসী উদ্ধার

ছবি: এএফপি

মেক্সিকোতে ৩৭ জন বাংলাদেশিসহ ১২টি দেশের ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানায়, তারা দুটি ট্রাক্টর-ট্রেলারে করে যাচ্ছিলেন।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের বিবৃতির বরাত দিয়ে এএফপি জানায়, এই অভিবাসীদের মধ্যে ১৪৫ জন নারী এবং ৪৫৫ জন পুরুষ। মধ্য আমেরিকা ছাড়াও তাদের অনেকে আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশ থেকে এসেছেন। মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে তাদের উদ্ধার করা হয়।

অভিবাসীদের এই দলটিতে ৩৭ জন বাংলাদেশি ছাড়াও ৪০১ জন আছেন গুয়াতেমালার, কয়েক ডজন হন্ডুরাস ও নিকারাগুয়ার, ৬ জন ঘানার এবং ভারত ও ক্যামেরুন থেকে ১ জন করে আছেন।

হিউম্যান রাইটস কমিশনের স্থানীয় প্রধান টোনাটিউহ হার্নান্দেজ জানান, অভিবাসীরা দুটি ট্রাকের ট্রেলারে গাদাগাদি করে ভ্রমণ করছিলেন।

তিনি বলেন, 'এই দলটিতে আমি শিশু, অপ্রাপ্তবয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং অসুস্থ ব্যক্তিদের দেখেছি। এর আগে, এত বেশি অভিবাসীকে এ ধরনের পরিস্থিতিতে একসঙ্গে ভ্রমণ করতে দেখিনি।'

এএফপি জানায়, ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন লোক মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যা এসময়ের মধ্যে সর্বকালের সর্বোচ্চ।

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

1h ago