মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ২১

ছবি: রয়টার্স

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ২১ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রোববার রাতে এটি সরে যাওয়ার আগ পর্যন্ত এর আঘাতে দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর বাড়িঘর এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ে।

আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে খেতের ধান, ফল ও শাকসবজির ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, এই অঞ্চলে খাদ্য ঘাটতি আরও প্রকট আকার ধারণ করবে। ইতোমধ্যে তারা খাদ্য সংকটের সঙ্গে লড়াই করছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি মানাঞ্জরি। এখানে অনেক বাড়ি পুরোপুরি সমতলের সঙ্গে মিশে গেছে। যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলোর ছাদ উড়ে গেছে। এখানে সেখানে ধ্বংসাবশেষ এবং উপড়ে পড়া খেজুর গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে।

স্থানীয় সেজি কাজি বলেন, আমার বাড়িতে ফাটল শুরু হলে আমরা ঘরে ছেড়ে চলে যাই। পরে হঠাৎ করে এটি ধসে পড়ে। আমরা একটি স্কুলে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু, স্কুল ভবনের ছাদ উড়ে যায়। ফলে, আমরা খোলা জায়গায় আটকে ছিলাম।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago