ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মালি

মালির গাওতে অপারেশন বারখানের অপারেশনাল ডেজার্ট প্ল্যাটফর্ম ক্যাম্পে ফরাসি পতাকা উত্তোলন। ১ আগস্ট, ২০১৯। ছবি: রয়টার্স

মালির অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে 'আপত্তিকর' জানিয়ে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটির সামরিক নেতারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্স জানিয়েছে, মালির সামরিক নেতারা জোয়েল মেয়ারকে প্রত্যাহার করেছে এবং তাকে দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ান বলেছিলেন, মালির জান্তা 'অবৈধ'। প্রাক্তন ফরাসি উপনিবেশে রাশিয়ার ক্রমবর্ধমান জড়িয়ে পড়ার বিষয়ে উদ্বিগ্ন পশ্চিমা শক্তিগুলো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মালির বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে মস্কো সামরিক উপদেষ্টা পাঠিয়েছে বলে জানা গেছে। সূত্রহীন এক প্রতিবেদনে বলা হয়েছে, শত শত রুশ ভাড়াটে সেনা দেশটিতে কাজ করছে।

২০১৩ সালে মালিতে বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারকে সমর্থন করতে হস্তক্ষেপ করেছিল ফ্রান্স এবং নিজেদের সেনা মোতায়েন হ্রাস করার পরিকল্পনা করেছিল।

আরেকটি সাক্ষাৎকারে লে ড্রিয়ান রুশ সেনাদের বিরুদ্ধে 'জান্তাদের রক্ষার বিনিময়ে তাদের সম্পদ ব্যবহারের' অভিযোগ এনেছেন।

২০২০ সালের আগস্টে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ মালির সঙ্গে ফ্রান্সের সম্পর্কক খারাপ হয়েছে। মালি বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি।

জান্তা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করতে একটি চুক্তি বাতিল করে এবং ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার প্রতিশ্রুতি দিলে উত্তেজনা আরও বেড়ে যায়।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি মালির শাসকদের বিরুদ্ধে তার দেশের বিরুদ্ধে 'উসকানি' বাড়ানোর অভিযোগ এনেছেন।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

30m ago